বৈকুন্ঠধাম

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

ঠিকানা বৈকুন্ঠধাম ; যাত্রী অগণন
সহযাত্রী আমি
প্রবাহমান সময়; নিঃশব্দ, নীরব; চার যুগ ধরে
যাচ্ছি আমি; গিয়েছে পূর্ব পুরুষ
যাবে উত্তর পুরুষও আবার।

অবিমিশ্র গন্তব্য; অচেনা বন্দর
ধুয়াশা-কুয়াশা; গল্পের বিস্তার
অমৃত সুধা; সরাবান তহুরা
হুরপরী, অপ্সরা
মেনেকা, ঊর্বশী, রম্ভা আরো কত নাম
স্পর্শে পাপ ধরিত্রীতে;
থরে থরে অফুরান; বৈকুন্ঠধাম।

---------------------------------------------
২২ এপ্রিল, ২০১৮, কয়রা, খুলনা।