বোধোদয়
জাহিদ হোসেন রনজু
-----------------------------®
অবশেষে বোধোদয়;
আমি যা ভাবি
ততটুকুই সব নয়----নদী ও নারী;
প্রকৃতির অমোঘ নিয়মে
যদিও ছুটে নদী সাগর সঙ্গমে
তথাপি আজ জানি
নদী ও নারীরও আছে নিজস্ব গতি।
-------------------------------
১৪ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।