বিভ্রম বিভ্রাট
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
মাঝে মাঝে মনে হয় ঈশ্বর আছেন
আর তিনি দেখতে পারেন না আমাকে
রোপিত চারা তরতরিয়ে উঠে
অথচ
কিংশুক মধ্যাহ্নে ডুবে যায় রবি
অক্ষিতে অক্ষি মিলে হৃদয় গভীর
ওষ্ঠে স্মিত হাসির গোলাপ
হঠাৎ উল্টো পথে রথ; সওয়ারী আমি
----------------------------------
৫ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা