বিষন্ন সময়; দুঃখরা ওড়ে...

জাহিদ হোসেন রনজু
---------------------------------------®

বিষন্ন সময়গুলো কাঠফাটা চৈত্রের মতন জ্বলে

হিমাংশু রাত্রি চাই;
অথচ হিমাংশুর মতন ওড়ে স্বপ্নগুলো আমার;

স্মৃতির প্রেতাত্মাগুলো আসর বসায়; গল্পের; সারারাতভর
আলো বিহীন বাতি নিয়ে লাম্বপোস্ট ঠাঁই দাঁড়িয়ে,
যেন মূর্তিমান শবদেহ আলোময় অতীতের, আমার

শুকনো বিবর্ণ গোলাপের পাপড়ি শুঁকে আমি
নিঃশ্বাস নেবো বলে গন্ধ খুঁজে ফিরি;
মর্গের লাশ পঁচা গন্ধ নাকে এসে লাগে;
আমি বিষন্ন হই

মাথার ভিতর কিলবিল দুঃখরা ; ওড়ে- ওড়ে ওড়ে....

---------------------------------------------
২৯ মার্চ২০১৯,ইবনে সিনা হাসপাতাল,ধানমন্ডি, ঢাকা