বিড়ম্বনা

জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®

এ যে বড়ই বিড়ম্বনা
বিড়ম্বনা খুবই,
যেটাই করি ভুল হয়ে যায়
ভুল হয়ে যায় সবই।

না থাকলে চুল 'টাকু' বলে
থাকলে বলে কাটো,
লম্বা হলে 'লম্বু' বলে
দোষ হয় হলে খাটো।

মোটা হলে চোখ কপালে
'মোটকু' বলে হাঁকে
থাকলে চিকন আড়ম্বরে
'শুটকি' বলে ডাকে।

করলে খরচ 'বেহিসাবি'
না করলে হয় 'কৃপন',
স্বল্প কথায় 'মেনিমুখো'
বললে 'বাচাল' ভীষণ।

থাকলে ঘরে 'ঘরকুনো' কয়
বের হলে ভয় আরো,
'ছন্নছাড়া', 'খোদার খাসি'
খেতাব করে জড়ো।

চাইলে পরে মুখটি পানে
নষ্ট ছেলে বলে,
না চাইলে হয় বোকার হদ্দ
টিটকারি বেশ চলে।

খেললে পরে দোষ যে বেজায়
পড়ালেখা গেলো,
পড়লে বেশী আবার বলে
একটু আধটু খেলো।

ইন্টারনেটে গেলে পরে
দোষ হয়ে যায় অশেষ,
না গেলে পর বলে আবার
'গন্ড মূর্খ' বিশেষ।

'আঁচল ধরা' বলে থাকলে
কাছে কাছে প্রিয়ার,
না থাকলে যে বলে আবার
নেয় না মোটেই 'কেয়ার'।

এমনতরও নানান কথা
অভিমতও হরেক,
না রাখলে যে বেজায় মুশকিল
রাখলে বিপদ অনেক।

---------------------------------------------
২৭ মে, ২০১৭, মিরপুর, ঢাকা।