"""""""
বিরহী মিতা
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
যদি জেগে উঠো, যদি নিভে থাকে দহনের চিতা,
যদি নদী হতে চায় বরফ হৃদয়, হে বিরহী মিতা।
যদি ভেঙে থাকে আজ হিমালয়সম অভিমান তোমার
মৃন্ময়ী চাঁদ হতে যদি ইচ্ছে জাগে হৃদয়ে আবার।
তবে এসো পাবে ফিরে তুমি আবার সেই জ্যোৎস্না আকাশ
কালের কষ্টিপাথরে মাপা ভালবাসা এবং বিশ্বাস।
-------------------------------------
পরিমার্জিতকরণ-৯ আগস্ট, ১৭।