বিনোদ বিনোদী

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

বিনোদ বিহানে বিনোদ বিহারে বিনোদ বালক
চমকায়,
বিনোদ বিনুনির বিনোদ বালিকার বিনোদ বদন
শোভায়।

বাউরি বাতাসে বাউরা বালিকার বিনোদ বিনুনি  
ভাসে,
বিনোদ বালকের বিনোদ বচনে বিরস বিনোদী
হাসে।

বিনোদ বালকের বিনোদ বোধনে, বিনোদ বাঁশরির
সুরে
বৈদূর্যমণি বাউরা বালিকার বিরহ বেদন
দূরে।

--------------------------------------------
৬ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা

"অথবা"

প্রিয় সুন্দরী

জাহিদ হোসেন রনজু
--------------------------------------®

মনোরম প্রাতে প্রমোদ ভ্রমণে মনোহর বালক
চমকায়,
মনোরম বেণীর প্রিয় বালিকার সুন্দর মুখশ্রীর
শোভায়।

দুরন্ত বায়ে উদাস বালিকার মনোরম বেণী
ভাসে,
সুন্দর বালকের মধুর বচনে ম্লানমুখ সুন্দরী
হাসে।

সুদর্শন বালক, মনোহর বোধন, মনোরম বাঁশির
সুরে
বেদনায় কাতর উদাস বালিকার বিরহ যায় যে
দূরে।

------------------------------------------
৬ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা