"""'''''''''
বিবর্ণ জীবন
জাহিদ হোসেন রনজু
--------------------------------------------®
ভাললাগে চাঁদ ও ফুল আমার
সাধ্য নাহি করি আপনার।
তবু আমি চাঁদ ভালবাসি।
তবু আমি কুসুম পিয়াসী ।
নিরিবিলি বসে একাকি,
মন ক্যানভাসে 'উহাদের' আঁকি।
ডানা ভাঙা প্রজাপতি মন
দেখে স্বপন তবু সারাক্ষণ।
দেবী নাহি দেবালয় মাঝে
জ্বলে প্রদীপ তবু রোজ সাঁঝে।
মন মুকুরে জোছনা অন্বেষণ
শুণ্য চারপাশ বিবর্ণ জীবন।
-------------------------------------------
৩০ জুলাই,২০১৭, মিরপর, খুলনা।