ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন ২০১৯

জাহিদ হোসেন রনজু
----------------------------------------®

পশ্চিমবঙ্গের কোলকাতারই যাদবপুরে এবার,
চলছে জোরে খুব আয়োজন কাব্য পাঠের মেলার।

বাংলা-কবিতা ডটকমে লেখায় আছেন রত,
এপার বাংলা, ওপার বাংলার এমন কবি শত,
মিলবে সেদিন কাব্য পাঠে কবি সম্মেলনে,
সাতই এপ্রিল, রবিবারে 'ভবন সূর্যসেনে'।
সকাল থেকে বিকেল পাঁচটা চলবে কাব্য মেলা,
প্রাণে প্রাণে মিলন সুরে কেটে যাবে বেলা।

থাকুক যতই দেশের মাঝে কাঁটাতারের বেড়া,
এই কবিতার আসর গড়বে বাঁধন নাড়ী ছেঁড়া।
যাচ্ছে ছুটে তাই তো যেমন কবি বাংলাদেশের,
আসছে তেমন প্রাণের টানে কবি পশ্চিমবঙ্গের।

শত কবির শত কাব্যে মুখর হবে আসর
সৃষ্টি হবে কাব্য পাঠে সম্প্রীতির এক বাসর
শান্তি-মৈত্রী-ভালবাসা-সৌহাদ্য অপার,
খুলবে সেদিন যাদবপুরে বসন্ত দুয়ার।  

থাকতে যারা পারছে নাকো মহৎ আয়োজনে
করছে তারাও আর্শীবাদ যে দূরে বসে মনে-
দূর হয়ে যাক বাধার বেড়ি হৃদয়ের মুক্তিতে,
মানবতা উঠুক হেসে কবিতার শক্তিতে।

----------------------------------------
২১ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা।