ভাই-বোন
জাহিদ হোসেন রনজু।
---------------------®
আমাদের পরিবারে
দু'টি ভাই-বোন,
নাম তাদের দুজনের
'প্রিতুমি' - 'সৃজন'।
সারাদিন দুজনের
চলে খুনসুটি,
যদিও তারা ভাই
নয় পিঠাপিঠি।
একজন কলেজের
'ফাস্ট ইয়ার',
অন্য জন পঞ্চম
শ্রেণিতে এবার।
তবুও দুজনাতে
হয় কাড়াকাড়ি,
মনে মনে দুজনার
সারাক্ষণ আড়ি।
মারামারি করে না
যদিওবা তারা,
তর্ক করে যায়
যুক্তিরও দ্বারা।
-'এভাবে চলো কেন
ভাল ভাবে চলো,'
-'এভাবে বলো কেন
ভাল ভাবে বলো।'
-'মা দেখেছো 'সৃজন'
কথা শুনে না,'
-'আপুও ভালভাবে
কথা বলে না।'
সারাদিন এভাবেই
চলে অভিযোগ,
দুজনের দোষ ধরা
দুজনেরই রোগ।
শুনে শুনে মা তাদের
হয় পেরেশান,
বুঝাতে দুজনারেই
হয় হয়রান।
বাবাকেও মাঝে মাঝে
করে টেলিফোন,
অভিযোগ করে কাঁদে
দুটি ভাই-বোন।
কখনো মা তাদের
বিরক্ত হয়ে,
বাবাকেও বকে বেশ
টেলিফোন দিয়ে।
"থাকো বসে ঢাকাতে
আরামেই আছো,
কি এক ছাইপাঁশ
চাকুরী যে নিছো।'
'দেখো নাতো কোন কিছু
সব দায় আমার,
দূরে আছো তাই যেন
দায় নেই তোমার।'
'সব যদি আমাকে
দেখতেই হবে,
কেন তুমি বিয়েটা
করছিলে তবে?'
এভাবে ভাই-বোনের
ঝগড়াটা শেষে,
ঘুরে ফিরে বাবারই
ঘাড়ে পড়ে এসে।
------------------------------
০৫ জুলাই,২০১৭, মিরপুর, ঢাকা।