বেভুল পথিক
জাহিদ হোসেন রনজু
---------------------------®
এই এলো বুঝি-
মিছে খোঁজাখুঁজি
তরতর করে ধায় সময়ের তরী।
শুধু গড়া গড়ি
নাই কোন মানে
কালো কালো মেঘরাশি রাত ডেকে আনে।
কুয়াশার ঘর
তবু যাযাবর
খোঁজে ফিরে বনলতা সবুজের দ্বীপ।
বড়শির ছিপ
শুধু শুধু ফেলে
ঘাট নেই, জল নেই বসে এক জেলে।।
পৃথিবীর নীড়
থকথকে ভীড়
রূপ আর রূপসীর মায়াময় ঘোরে।
তবু চায় মরে
বেভুল পথিক
মানে নাকো ধারাপাত, সঠিক-বেঠিক।
---------------------------------
১৩ আগস্ট ২০২১, মিরপুর, ঢাকা