বেঁচে আছি
জাহিদ হোসেন রনজু
--------------------------------®
এ বড় বিস্ময়কর আজো আমি আছি
মনুষ্য ধরণী মাঝে আছি আজো বাঁচি।
অভুক্ত উদর আর অনাবৃত দেহে
অলিগলি ফুটপাতে নভ-ছাদ গেহে
আছি বেঁচে তবু নিয়ে আজো মরে মরে
দুইশ ছয়টি হাঁড় এ দেহে,পাজরে।
সভ্যতার মানদণ্ডে এঁটো গন্ধময়
আমি আছি আজো বেঁচে, এ বড় বিস্ময়
বেওয়ারিশ কুকুর হত্যাকারী হতে
ভাগ্যক্রমে বেঁচে আমি এখনো জগতে।
আমি বেঁচে আছি তাই বরাহ রাস্তায়
গায়ে গায়ে শুয়ে থাকা সাথী খুঁজে পায়।
তুলির আঁচড়ে এঁকে এই দৃশ্যপট
চিত্রকর ঘরে তুলে সম্মানের ঘট।
'বিলাসবহুল হলে' অতুল্য সৃষ্টিতে
বিশ্বজয়ী হাসি হাসে স্বীকৃতি প্রাপ্তিতে।
আমি তার উপাদান সারমেয় সাথে
হাসে ছবি উৎসবে, আমি ফুটপাতে।
কোটরাগত নয়ন, দৃষ্টিতে ঝাঁপসা
হতবাক আমি দেখি, ধূসর আবছা
কবিতায়, উপন্যাসে, নাটক পাড়ায়
বেঁচে কোন লেখকের সৃষ্টির তৃষ্ণায়
মানবতাবোধে নয়, সৃষ্টির উল্লাসে
আমার করুণ চিত্র ওগুলোতে আসে।
আমি বেঁচে আছি তাই আজো 'ডাস্টবিন'
খাবারের পাত্র রূপে ক্ষুধার্তে রঙিন।
তোমরা সবাই আজো বড় দানশীল
দান করে গন্ধময় উচ্ছিষ্ট ফসিল।
এ আশ্চর্য, এ বিস্ময়, আমি বেঁচে ওরে
আলোময় অন্ধকার সভ্যতার ঘরে।
-----------------------------------
৬ জুলাই, ২০১৮, ফুলবাড়িগেট, খুলনা।