বদ্ধ খাম

জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®

নয়টি মাসের যুদ্ধ শেষে যে ঠিকানা পাওয়া
সেই ঠিকানায় কষ্টে ভরা এই চিঠিটা দেওয়া।

কাকে দিলাম, প্রাপক কে আজ সবার আছে জানা
জানলে পরেও ভুলেও সে নাম মুখে বলা মানা।
বললে পরে পড়বে পায়ে ডিজিটালের বেড়ি
চৌদ্দ শিকের ঘরে যেতে হবে না যে দেরি।

বলবে কী আর উপায় তো নাই মুখে লাগাম টানা
তোতা পাখির মতন মুখে শুধু তারে না না।

তাই তো আমি ঠিক করেছি বলবো নাকো কিছু
চাই না বাবা এই বয়সে আইন ঘুরুক পিছু।
বদ্ধ খামে রাখবো শুধু লিখে পত্রখানি
কালের স্রোতে কেউ না কেউ তা দেখবে খুলে জানি।

শুধু আমি বলতে পারি দাস যুগেরই কথা
বলতে নাকি মানা ছিল দাসের মনের ব্যথা।
লক্ষ লক্ষ দাসের জিহ্বা দিয়ে ছিল কেটে
তার পরিণাম জানতে পারবে ইতিহাসটা ঘেঁটে।

এর বেশী কেউ জানতে চাইলে আতংক ভয় ভুলে
দেখতে পারো সাহস করে বদ্ধ খামটা খুলে।

-------------------------------------------
১৩ মার্চ ২০২১, ইসলাম নগর, খুলনা