বাস্তবতা

জাহিদ হোসেন রনজু

--------------------------------------®

ময়না সখি কেমন আছিস?
আজকে যে তোর ঊঢ়ি,
পড়বে বাধা আজকে যে তোর
মন পবনের ঘুড়ি।

আজ থেকে যে থাকতে হবে
এক লাটাইয়ে বাধা।
কেমন করে থাকবে যে জন
হাজার মনের রাধা?

ডাকবে যখন কোকিল শাঁখে
বসন্ত ফাল্গুণে,
বুলবুলিটা  আসবে উড়ে
কারণ, অকারণে।

অর্ফিয়াসের বাঁশির সুরে
ডাকবে ঘুঘু যখন,
দস্যি ছেলে চিলটা এলে
করবি কি বল তখন?

লাটাইটা যার থাকবে হাতে
সে কি মেনে নিবে?
সে কি আর সই 'অতীত' বলে
উড়িয়ে সব দিবে?

যদিও এটা নয় অজানা
যুগের এমন হাওয়ায়,
সব ভ্রমরই উড়ে বেড়ায়
নানান পুষ্প শাখায়।

তবু সখি ভয়টা মনে
পুরুষ বলে কথা,
দোষটা যে হয় নারীদেরই
এটাই বাস্তবতা।।
---------------------------------------------
২৪ ফেব্রুয়ারি, ২০১৮, মিরপুর, ঢাকা।