বসন্ত রঙিন
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
আসলো সখি মিষ্টি সাজে
বসলো এসে পাশে,
বিছায় দিয়ে আঁচল খানি
সবুজ মাদুর ঘাসে।
হাত দুটি সে হাতে নিয়ে
বললো- 'ভালবাসি',
আকাশ থেকে ঝরলো যেন
পুষ্প রাশি রাশি।
বসন্তেরই প্রথম দিন তাই
মধুর হয়ে এলো
হৃদয় আমার মিষ্টি প্রেমে
রঙিন হয়ে গেলো।
----------------------------------------------
১৩ ফেব্রুয়ারি,২০১৮, মিরপুর, ঢাকা।