""""""""""""
                বার মাস
     - জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®

বৈশাখে ঝড়-বাদল
             আম পাকে জ্যৈষ্ঠে।
আষাঢ়ে মেঘ-জল
                  কাটে দিন কষ্টে।

ঝরে জল ঝরঝর
                  দিন-রাত শ্রাবণে,
স্মৃতিরা কেঁদে উঠে
            কি জানি কি কারণে।

ভাদ্রে তাল পাঁকে
                  ভাসে মেঘ পুচ্ছ।
নদী তীরে সার বেধে
                দোলে কাঁশ গুচ্ছ।

আশ্বিনের বাতাসে
             ঘ্রাণে মাতে শেফালি,
অপরূপ জ্যোৎস্নায়
                ঝরে ফুল শিউলি।

কার্তিকে সারা দেশে
                   চলে ধান কর্তন,
চারিদিকে শুরু হয়
               প্রীতি মেলা-পার্বণ।

অঘ্রাণে দল বেধে
               নাইওরির আগমন,
নবান্নের উৎসবে
            গ্রামে জাগে জাগরণ।

জামা গায়ে কুয়াশার
                  হিম আসে পৌষে,
সারা গ্রাম মউ-মউ
               পিঠে-পুলি-পায়েসে।

মাঘ মাসে হাড় কাঁপে
                     ঝরে পাতা-পত্র,
খেজুরের রসে ভরে
                      ঘড়া-ঘটি-পাত্র।

কোকিলের গানে গানে
                 আসে মাস ফাল্গুন,
ফুলে ফুলে মন বনে
                   ভ্রমরের গুন গুন।

চৈত্রের দাবাদহে
                মাঠ ফেটে চৌচির,
গরমের উত্তাপে
                  থাকে সব অস্থির।

       ( ২৬.০৬.২০১৬,ঢাকা )