ট্রায়োলেট (Triolet)-১
(ABaAabAB)
বড়াই
জাহিদ হোসেন রনজু
----------------------------®
সাধ্য তোমার এতই যদি এমন
বড়াই তুমি করো না আর মুখে
কথা রেখে দেখাও করে তেমন
সাধ্য তোমার এতই যদি এমন।
কুয়োতে ব্যাঙ লাফায় বৃথা যেমন
তুমি তেমন বলে যে নিন্দুকে
সাধ্য তোমার এতই যদি এমন
বড়াই তুমি করো না আর মুখে।
-------------------------------
৫ নভেম্বর ২০১৮, মিরপুর, ঢাকা।