বাংলা ভাষা

জাহিদ হোসেন রনজু
---------------------------------------®

মনের গহীনে মননে,চিন্তায়, কথনে, সংগীতে
যে সুর-লহরী দিবস-যামিনী ধ্বনিছে ধমনীতে
কলকলকল ঝর্ণার মতন পর্বত বুক চিরে
জন্মগতভাবে আপন উচ্ছাসে মাতৃভূমির নীড়ে।

বাতাসের সুরে, আকাশের রাগে, নদীর কলতানে
পাখির কূজনে, ভ্রমর গুঞ্জনে সতত বাজে প্রাণে।
বনের ছায়ায়, শ্যামল মায়ায়, মাঠ-ঘাট-প্রান্তরে
যে সুর ছড়ায়ে পরতে পরতে প্রকৃতির কন্দরে।

ভাটিয়ালি গানে,কবিতার ছন্দে, অক্ষর, শব্দ পাঠে
যাদুর পরশ ছড়ানো লুকানো রয়েছে পাটে পাটে।
শিশুর মুখের আধো আধো বোল, প্রথম মাতৃ ডাকে
কী মধুর সুখ এ ভাষার মাঝে নিত্য ছড়ানো থাকে।

রূপ-রস-সুধা, মধুক নির্যাস নিয়ে বুকে-অন্তরে
বয়ে নিরবধি নিশিদিন প্রাণে যে জন্ম-জন্মান্তরে
দোলা দেয় মনে সেই প্রিয় ভাষা অজর বাংলা ভাষা
আত্মপরিচয়ে জীবন-মরণে আমার ভালবাসা।

--------------------------------------------
১২ ফেব্রুয়ারি, ২০২১, মিরপুর, ঢাকা।