বাংলা নববর্ষ

জাহিদ হোসেন রনজু।
------------------------------------®

যুগে যুগে
বদ্বীপ বঙ্গে
আসে বৈশাখ গৌরবে,
বাংলা সনটা
বাজায় ঘন্টা
মাতি সবাই উৎসবে।

ধর্ম বিভেদ
নাই ভেদাভেদ
সব বাঙালির এ উৎসব,
একই জাতি
এক প্রতীতি
একই ভাষায় হই সরব।

একই সঙ্গে
নানান রঙ্গে
সেজে উঠে বঙ্গ ভুঁই,
সবাই মিলে
প্রাণে দিলে
আনন্দে তাই স্বপ্ন ছুঁই।

তবু যারা
সৃষ্টি ছাড়া
ছড়ায় বিভেদ, ফুটায় খই,
দুঃখ লাগে
প্রশ্ন জাগে
সেসব লোকের জন্ম কই?

যে যাই বলুক
যেমন ভাবুক
নববর্ষের প্রথম দিন,
হাসি গানে
প্রাণে প্রাণে
সম্প্রীতিতে হোক রঙিন।

ঘুচুক ভ্রান্তি
কাটুক ক্রান্তি
ফেলে আসা দিনের সব,
নববর্ষে
সুস্পর্শে
আসুক শান্তি সুখ গৌরব।

--------------------------------------------
১১ এপ্রিল, ২০১৮, মিরপুর, ঢাকা।