বালিকার গান
জাহিদ হোসেন রনজু
-------------------------------®
'সব হবে সব শুধু দিনের অপেক্ষা
সময়ে সবই তুমি পেয়ে যাবে দেখা।
মিটে যাবে স্বাদ দেখো যতটুকু আশা
সাগর মন্থনে পাবে সুধা ভালবাসা।'
শ্যামল সবুজে মন উঠেছিল ভরে
বেজে ছিল গান মনে কোকিলের স্বরে।
'জোছনার আলো হবো'- বলেছিল চাঁদ
'অপেক্ষার কাল শেষে আসে মধু রাত'।
চাঁদ দূরে সরে যায় আলো মিয়্রমান
ক্ষীণতর হয়ে আসে বালিকার গান।
স্বপনের আঙ্গিনায় ঘনায় আঁধার
নিভে যায় ধীরে ধীরে আশা পূর্ণিমার
যেমন ছিল সময় তা নেই এখন
বলেছিল যে বালিকা,নেই তো সে জন।
----------------------------------
৮ জুলাই,২০১৮, মিরপুর, ঢাকা।