বাহিরে অন্তরে
জাহিদ হোসেন রনজু
---------------------------------------®
সালাম দাদা সালাম ( সালাম তো নয় দিলাম....)
আসুন, এসে বসুন (ফেরার গাড়ি ধরুন)
কি সুভাগ্য আমার (দুঃখজনক ব্যাপার)
পড়লো ধূলো পায়ের (পায়ের নয় তো পাপের)
আমার গরীব ঘরে (ছুঁচো এসে মরে)
এ তো হাতির পাড়া (পাঁজি, হতচ্ছাড়া)
ধন্য হলো বাড়ি (গেলো লক্ষ্মী ছাড়ি)
আপনে বড় নেতা (নেতা নাতো খ্যাতা)
এলেন কষ্ট করে (মরুন ভাগাড় ঘরে)
কোনখানে যে বসাই (পারলে ত্বরা খেদাই)
বসারই সময় নাই? (এটাই তো আমি চাই)
যেতে হবে ত্বরা? (যাক গে ঘাটের মরা)
প্রণাম জানাই প্রণাম (জাহান্নামের সালাম)
--------------------------------------------
১০ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা