বাদল দিনে
জাহিদ হোসেন রনজু
----------------------------------------------®

গড়গড়
কড়কড়
         মেঘদূত,
গরজায়
চমকায়
          বিদ্যুৎ।
হই হই
বাজ ঐ
           পড়ল,
তাল গাছ
আশপাশ
           পুড়ল।
ঝড় বায়
ঝাপটায়
        গাছ সব,
চৌদিক
সব দিক
        ভয় রব।
ডর পায়
তড়পায়
            পক্ষী,
হাঁকডাক
দেয় পাক
            রক্ষী।
সরসর
ঝরঝর
             বৃষ্টি,
টুপটুপ
ঝুপঝুপ
            মিষ্টি।
ঠান্ডায়
লেপ গায়
        যেই ডুব,
অমনি
তেমনি
        ঘুম খুব।
-------------------------------------------------
৫ জানুয়ারী,২০১৮, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।