আত্ম-শুদ্ধি
জাহিদ হোসেন রনজু
----------------------------®
দিচ্ছো যে দোষ ,
দোষ দেয়া তো সোজা,
গন্ধ পায়ে,
বলছো গন্ধ 'মোজা'।
সত্যি যেটা
সেটাই তুমি বলো,
সত্য নিয়ে
সত্য পথেই চলো।
একটু না হয়
হাসবে লোকে দেখে,
না হয় কারো
মুখটি যাবে বেঁকে।
হোক না তেমন
কি আসে যায় ওতে,
জানবে লোকে
চলছো সত্য পথে।
পাল্টে যাবে
তুমি ধীরে ধীরে,
দোষগুলোও আর
থাকবে নাকো নীড়ে।
পাবে ফিরে
আবার তুমি তাকে,
তোমার মাঝে
সত্যি মানুষটাকে।
-----------------------------
৫ এপ্রিল,২০১৮, মিরপুর, ঢাকা।