অসুর বিনাশে
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
শকুনের আনাগোনা আকালে, দুর্ভিক্ষে বাড়ে।
বিবেকে, মননে দুর্ভিক্ষ এখন;
অভয়ারণ্য মৃত্তিকা, আমার স্বদেশ
হায়েনা, শকুনদের নিরাপদ নীড়।
প্রতিবাদহীন মুখ,
অচল সব পা
শক্তিহীন করতল,
পরাজিত মন
দারুণ দুর্ভিক্ষ আজ শাসনে, মননে।
তারই করালগ্রাসে কন্যা-জায়া-বোন।
ছেলে জানে বাবা দুর্বৃত্ত অসৎ
অসৎ সম্পদে ভাসে মাতা ভাই বোন।
চারিত্রিক দীনতায় অচল স্বজন
লজ্জাহীন চোখে দেখে
আত্মজের মধ্যে বিমূর্ত স্বরূপ।
ভ্রষ্ট পরিবার,
নষ্ট রাষ্ট্র-রাজনীতি-শাসন-বিচার
ভূলুণ্ঠিত মূল্যবোধ
বর্বর মচ্ছব
তারই অনলে পুড়ে প্রজাপতি, দল।
জমাট বাঁধছে বুকে নীরব যন্ত্রণা
মননে, বোধে কষ্টের নিত্য আনাগোনা।
ফুল, পাখি, প্রজাপতি
অভয়াশ্রমের সন্ধানে থেকো না আর
পাবে না এখানে
নরপিশাচ, হায়েনা নিয়েছে দখল
এই জন্মভূমি, মাটি, আকাশ, প্রান্তর।
তারচেয়ে ভালো আজ জ্বলে উঠি তেজে
আপন ঐশ্বর্যে, বলে রণমুর্তি ধরে
ভয়ের খোলস ছেড়ে টুটি চেপে মারি
যত আছে কুলাঙ্গার পিশাচ সন্তান
ভরুক গৃধ্রের শবে শশ্মানের মাঠ।
তুমি আমি একা আর কতটুকু পারি
মিছিলে মিছিলে এসো পায়ে পায়ে চলি
শ্লোগানে শ্লোগানে ঘৃণা ছড়াই বাতাসে
একসাথে ফেটে পড়ি অসুর বিনাশে।
----------------------------------
১৯ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা