আশিক মন

জাহিদ হোসেন রনজু
----------------------®

সবাই বলে কবির নাকি
সার্বজনীন আশিক মন,
ফুলের বনে যার পাশে যায়
তারেই করে আপন জন।

সত্য কথা লিখতে গেলে
বাস্তবতার পরশ চাই,
তা না হলে কেমন করে
যাবে কবি দীপ জ্বালাই।

ঘ্রাণ না নিলে নাক ডুবিয়ে
প্রিয়ার কালো কুন্তলে,
প্রেমের বাতাস লাগবে কি তার
কাব্য নায়ের মাস্তুলে?

কবি যদি ভ্রমর না হয়
না যায় যদি ফুল বনে,
বুঝবে তবে কেমন করে
কী ঘ্রাণ আছে কার মনে?

রামধনু সাত রঙের মতন
একেক জনের একেক মন,
তাদের কথা লিখতে হলে
মিশতে হবে বিলক্ষণ।

দেবদাস যদি না হয় কবি
না পায় যদি পার্বতী,
লিখতে গেলে প্রেমের কাব্য
জুটবে ভালে দুর্গতি।

কবি যদি নাইবা দেখে
উদয় কালের সবিতা,
কিভাবে সে লিখবে তবে
ঊষা বেলার কবিতা।

সাগর-নদী-বন-পাহাড়ে
যদি কবি না বেড়ায়,
কেমন করে আঁকবে কবি
সে সব ছবি কবিতায়।

পূর্ণমাসির শশী দেখে
প্রেমে পড়ে না যদি,
বুঝতে কি আর পারবে কবি
কেমন অরূপ কৌমুদী?

তাই তো বলি সত্যি কথা
কবির থাকে আশিক মন,
মানুষ, পাখি, ফুল, প্রকৃতি
ভালবাসে পায় যখন।।

----------------------------
২ অক্টোবর ২০২১, মিরপুর, ঢাকা।