আসব আমি কথা দিলাম
জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®
ভালবাসার জন্য চাই
অনেক রঙের বিশাল আকাশ।
যেখানে বিরহের একটি আধটু মেঘ থাকবে
কান্না জলের বৃৃষ্টি থাকবে
পোড়ার জন্য কটকটে রোদ থাকবে
সোহাগ রাতের জ্যোৎস্না থাকবে
ঝিলমিলে সুখ তারা থাকবে সারা বছর।
আছে কিগো তোমার কাছে এমন আকাশ?
থাকে যদি-
তোমার কাছে আসব আমি কথা দিলাম।
---------------------------------------------
২০ মে,২০১৬, বাস, ঢাকা টু খুলনা