আড়ষ্টতা
জাহিদ হোসেন রনজু
--------------------------------------®
কেমন আছো?
ভয়ে কাঁপি প্রশ্নটি আমি করবো কিনা তাকে
সীমা ছাড়াবে কিনা প্রশ্নটা আজ ভাবনায় থাকে
প্রশ্নটি সাদামাটা
যে কাউকেই করা যেতে পারে- পরিচিত হলে
আমিও বুঝি
তারপরও একটি কথা আছে মনের দ্বিধা বলে
প্রশ্নটি করতে তাকে
আজ আমার বড় দ্বিধা জাগে মনে
জমাট আড়ষ্ট অন্ধকার আজ সহজিয়ার বনে
অথচ বেলা-অবেলায়
কতবারই না আমি প্রশ্নটি করেছি তাকে
দ্বিধাহীন নিঃসংকোচে
নিভাতে আমার মনের আকুতিটাকে
হাঁটি হাঁটি পায়ে
মায়াময় গোধূলি আজ সন্ধ্যার আলোছায়া বাঁকে
নিভৃতে অলখে সংকোচের বিহ্বলতা ঘিরেছে আমাকে
সময় প্রবাহে
সময় হারায় কত সহজাত অধিকার
নূপুর পায়ে, অথচ বাজে না
উঠে না আর নিঃসংকোচে নূপুরের ঝংকার।
-------------------------------------
৩০ জুন ২০২১, মিরপুর, ঢাকা