আরো কিছু 'হাইকু'
জাহিদ হোসেন রনজু
---------------------------®
(১৬)
সেই প্রেমিক
যে ভালবাসে, আছে
ঠিক-বেঠিক।
(১৭)
শুধু বাইরে
সুসজ্জিত সুন্দর,
থাক সে দূরে।
(১৮)
ফাঁকা পকেট,
ভালবাসার ফুল
বিষ লকেট।
(১৯)
প্রেম মাধ্যম,
নিবারণে বাসনা,
অতি উত্তম।
(২০)
নিজ বিশ্বাস
যেমন, তেমনই
শ্বাসপ্রশ্বাস।
-----------------------------
২৯ জুলাই,২০১৮, মিরপুর,ঢাকা।