আরেক গুচ্ছ 'হাইকু'
জাহিদ হোসেন রনজু
-------------------®
(৬)
চুরুট পুড়ে
পয়সা উড়ে, আর
কবর খুড়ে।
(৭)
স্বামীও ঘুরে
গিন্নীর পিছু। কবে?
রাত দুপুরে।
(৮)
বেহুলা কাঁদে
স্বামীটা বাঁচে, ফের
বেহুলা ফাঁদে।
(৯)
নরসুন্দর
করে সুন্দর, তবে
নয় অন্তর।
(১০)
ছদ্মবেশিনী
রূপে মোহিনী, কাজে
কাল নাগিনী।
----------------------
২৩ জুলাই,২০১৮, মিরপুর, ঢাকা।