আর কিছু নয়

জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®

তুমি থাকতে-
রাতের আঁধার সরিয়ে দিয়ে
মিঠি মিঠি পায়ে পায়ে
স্নিগ্ধ আলোর একটি নিটোল ভোর আসতো
'শুভ সকাল'-এর ভোর আসতো
'সারাটি দিন কাটুক ভালো'- প্রার্থনাতে
শালিক-ঘুঘু-ময়না-টিয়ে গান শোনাতো
শিশির ভেজা দুর্বাদলের কোমল সজীব সকাল ছিল।

তুমি থাকতে-
রৌদ্রে পোড়া দুপুর ছিল অন্য রকম
কাজের মাঝে ক্লান্তি যখন আসতো নেমে
'কী করছো?', 'অনেক কাজে ব্যস্ত বুঝি?'
তোমার বলা কথাগুলো অন্য রকম করে দিতো দুপুরগুলো
কাজের ফাঁকে তোমায় পেয়ে, তোমায় ভেবে ক্লান্তি আমার হারিয়ে যেতো

তুমি থাকতে-
আমার ছিল রামধনু সাত রঙে আঁকা মিষ্টি বিকেল।
গোলাপ ফুলের পাপড়িগুলো হাসতো যেন আকাশ চূড়ায়
সিঁদুর রাঙা প্রেম আবিরে থাকতো ভরে হৃদয় আমার


তুমি থাকতে-
'শুভ সন্ধ্যা'-র সাঁঝ বাতিটা জ্বালতে যখন ভালবেসে
দূর আকাশের শুকতারাটা আমার হতো
গির্জার দূর ঘণ্টাধ্বনি বাজতো কানে মধুর লয়ে।
মনটা আমার ফিরতো গৃহে যেমন পাখি ফিরে নীড়ে
তেমন ছিল সন্ধ্যা আমার তোমার প্রেমে

তুমি থাকতে-
জোনাক-জ্বলা রাত্রিগুলো ঝিলমিলিয়ে উঠতো যেন
এক-থালা-চাঁদ সারা রাত্রি তোমার হয়ে জোছনা দিতো
স্বর্গসম সুখ মাখানো আদর-চাদর গায়ে দিয়ে
চন্দ্রবদন মুখটি তোমার স্বপন হয়ে ঘুম পাড়াতো
এমন সব রাত্রি ছিল আমার তখন।

এখন আমার প্রহরগুলো তুমি ছাড়া সর্প বিষে বিষাক্তময়
দাউ-দাউ-দাউ চিতায় পোড়া মানুষ আমি
তবু আমার মনে হয় না এতটুকু
তোমার সাথের প্রহরগুলো নষ্ট ছিল, ভুল যে ছিল
তোমার সাথে সেই কাটানো সময়গুলোয় আমার অনেক
অনেক অনেক প্রাপ্তি আছে-
ভালবাসাময় অতীত আছে মিষ্টি মধুর আনন্দময় অনেক পাওয়ার
সুখের অনেক স্মৃতি আছে আগুন পোড়া হৃদয়টাকে প্রলেপ  দেয়ার

এখন শুধু কষ্ট আছে ভীষণ কঠিন
তোমায় ভোলার চেষ্টা করা
তুমি বিহীন বেঁচে থাকার চেষ্টা করা
আর কিছু নয়....

---------------------------------------------------
১৩ জানুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা।