আপোষ

জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®

আপোষ করে চলছে জীবন
আপোষ ছাড়া উপায় কই
কিসের আমার দায় পড়েছে
দেশ ভাড়ারের খবর লই।

চলছে যেমন চলুক তেমন
যে যা পারে লুটুক রোজ
গরীব মরুক কি আসে যায়
চলুক তাদের ভুরির ভোজ।

সত্য কথা বলাই আজকে
হয় যদি গো মস্ত পাপ,
কি কারণে বলতে যাবো
ঘর ভরা যে লক্ষ সাপ।

জ্ঞানের আলো জ্বালতে যেয়ে
মরছে যাঁরা তাঁরা মরুক
কেন আমি বলতে যাবো
শকুন দিয়েই দেশ ভরুক।

আমার তাতে কি আসে যায়
মরেই বাঁচুক এসব লোক
একাত্তুরের মতই আবার
দেশটা জ্ঞানী শূন্য হোক।

ব্যাংক ডাকাতি হয়ই যদি
আমার তো নেই লাভ-ক্ষতি
একটি কানা পয়সা রাখার
আমার যে নেই সংগতি।

কেনই তবে বলতে যাবো
এসব নিয়ে আজ আমি
নিজের খেয়ে কেন আবার
যাই যে হতে আসামী।

শিক্ষক যখন কানটি ধরে
আমরা সুখের নাচ নাচি
বাপ খায় খাক 'হাটুরে কিল'
আমি নিজে যাই বাঁচি।

এসব কথা বলবো না তো
আমার এতই কিসের দায়
মোর জীবনটাই সুস্থ থাকুক
সৃষ্টিকর্তার নেক কৃপায়।

--------------------------
১৫ মে, ২০১৬, মিরপুর,ঢাকা