অপেক্ষা

জাহিদ হোসেন রনজু।
------------------------------------------®

লেপের ওমটুকু গায়ে ভাল করে জড়াবার আগেই..শীতটা উধাও
'ফুল-স্পীড'-এ পাখা ছেড়ে শুবো, উপায় দেখি না সেটাও

চারিদিক আঁধার, অন্ধকারে 'সুইচ'-টাও খুঁজে পাওয়া ভার
তবু আমি বসন্ত ছোঁবো বলে বসে আছি করে অপেক্ষা তোমার..….'

---------------------------------------------
১০ ফেব্রুয়ারি ২০১৯, মিরপুর, ঢাকা।

(আমার প্রিয় শ্রদ্ধেয় কবি সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) -এর কবিতা ' অসময়' কবিতায় মন্তব্য করতে যেয়ে তাৎক্ষণিকভাবে লিখিত কবিতার পরিমার্জিত রূপ।
কবি ভাব চুরির দায়ে অভিযুক্তও করতে পারেন। মাথা পেতে নিবো।
কবিতাটি কবিবরকেই উৎসর্গ করলাম। )