অনিশ্চিত অর্চনা
জাহিদ হোসেন রনজু
-------------------------------------®
বিভাকরে বিভাসিত বহ্নি; বিদূরিত বিভাবরী
কাননে কূজন কলরব; কুহুরবে কাদম্বরী ।
বসন্ত বিহারে বেশ ব্যস্ত বরাঙ্গনা বামাগণ
প্রজাপতি, পারিজাত পুষ্প;প্রেমরস প্রস্রবন।
তুমি তবু তন্দ্রাচ্ছন্ন তন্বী; তমসায় তপঃকর
অনিবার অর্চনা অর্পন;অনিশ্চিত অতঃপর।
--------------------------------------
১৫ আগস্ট ২০১৮, মিরপুর, ঢাকা