"""""""
অমোঘ নিয়ম
জাহিদ হোসেন রনজু
----------------------------------®
ফুল কি চায় তা ভ্রমর জানে
ভ্রমর জানে, ভ্রমর জানে,
ভ্রমর যা চায় ফুল তা জানে
ফুল তা জানে, ফুল তা জানে।
কুঁড়ির বুকে কাঁপন জাগে
বসন্তেরই বাতাস পেলে,
যৌবনেরই অমোঘ টানে
ফুলগুলো তাই পাপড়ি মেলে।
তেমন করেই নিয়ম মেনে
ভ্রমর প্রাণে জোয়ার আসে,
পাখায় লাগে ঘুর্ণি বায়ু
তারও মনে প্রেম যে ভাসে।
জগৎ সাজায় মিলন মেলা
সাজায় হৃদয় ভালবাসায়,
ভ্রমর পুষ্প হয় তো মাতাল
কামনারই রঙিন সুরায়।
-----------------------------------
২৯ সেপ্টেম্বর,১৭, ঢাকা।