আমজনতা
জাহিদ হোসেন রনজু
---------------------------------®
আস্ত বোকা
দিচ্ছি ধোঁকা
কাঠাল ভাঙি মাথার পরে
বুঝছে না তাও।
বুঝে বুঝে
সুযোগ খুঁজে
হাড়গুলো সব দিবে ভেঙে
পায় যদি ভাও।
দিচ্ছো ধোঁকা
ভাবছো বোকা
নীরব থাকা লক্ষ কোটি
আমজনতা,
নয় তো তেমন
ভাবছো যেমন
উঠলে জেগে বুঝবে সেদিন
তার ক্ষমতা।
বাজবে যেদিন
সুনামী বিন
শান্ত থাকা জলের কণা
উঠবে ফোঁসে,
প্রলয় ঝড়ে
উঠবে নড়ে
নুইয়ে থাকা আমজনতা
দারুণ রোষে।
----------------------------------
১২ জুলাই, ২০১৮, মিরপুর, ঢাকা।