আমি মধ্যবিত্ত
জাহিদ হোসেন রনজু
----------------------------®
শহরের সুউচ্চ এমারতগুলো দেখি
বিক্রয়যোগ্য ফ্লাটগুলোর মূল্য দেখে ভাবি
এই আর একটু ;
তাহলেই কোন একদিন.....
চকচকে প্রাইভেট মোটর গাড়ি দেখি
শোরুমে যেয়ে কম মূল্যের গাড়িগুলো দেখে ভাবি
এই আর একটু ;
তাহলেই কোন একদিন.....
ব্যাংকক, থাইল্যান্ড, সিঙ্গাপুরের কথা শুনি
ট্রাভেল এজেন্সিতে যেয়ে ট্রুর-প্যাকেজ দেখে ভাবি
এই আর একটু ;
তাহলেই কোন একদিন.......
পাঁচতারা, তিনতারা সুরম্য হোটেলগুলো দেখি
খুঁজে নিয়ে সেসবের মূল্য-তালিকা দেখে ভাবি
এই আর একটু ;
তাহলেই কোন একদিন......
লাস্যময়ী অপরূপা রূপসী ললনাদের দেখি
কষ্টেসৃষ্টে তাদের ঠিকুজি খুঁজে বের করে ভাবি
এই, এই আর একটু ;
উপরেরগুলো করা হয়ে গেলে
তাহলেই কোন একদিন......
সেই 'কোন একদিন' আসে না আর জীবনে
স্যুট-কোট-টাইয়ের কাপড়ে টান থেকেই যায় সব সময়
বরং মাঝে মাঝেই নীচের দিকে পা হড়কে যেতে চায়;
নীচে পড়ে যাওয়ার ভয় আর উপরে উঠার স্বপ্ন-বিলাস
এর মাঝে আমি মধ্যবিত্ত
-------------------------------------------
২০ মার্চ ২০১৯, মিরপুর, ঢাকা