---------
    আমি যাবো না ওখানে
  - জাহিদ হোসেন রনজু।
----------------------------------®


আমি যাবো না
আমি যাবো না ওখানে
ওখানে যাবো না আমি আর কোন দিন।

কি আছে ওখানে? কে আছে?

তুমি?
তোমার অপরূপ রূপ?
আছে মাতাল হওয়ার মত যৌবন তোমার?

তবুও যাবো না ওখানে।

ওখানে গেলে
চিতার আগুন জ্বলে উঠবে আবার।

যেমন জ্বলে উঠেছিল একদিন
কিছুকাল আগে।
সেদিনও গিয়েছিলাম আমি
তোমার কাছে __ওখানে __ভালবেসে।

কেন যাবো আমি?
কেন যাবো ওখানে আবার?
যেখানে ভালবাসা নেই
আছে রূপ আর অহংকার।


আমি যাবো না
আমি যাবো না ওখানে
যাবো না আমি আর কোন দিন ওখানে__
তোমার কাছে।
-----------------------------------
১৯.০৪.২০১৭, ফুলবাড়িগেট, খুলনা।