আমি ঘৃণা করি
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------®
তুমি যদি মুসলিম হও
তোমাকে মেরে ফেলবে- খ্রীস্টানরা,
মেরে ফেলবে হিন্দুরা,
তোমাকে মেরে ফেলবে ইহুদীরা,
মেরে ফেলবে বৌদ্ধরা,
মেরে ফেলবে তোমাকে অন্য কোন ধর্মের লোকেরা।
ওরা তোমাকে মারবে পবিত্র উদ্দেশ্যে- ধর্ম রক্ষার নামে।
খ্রীস্টানরা মারবে শ্রেষ্ঠ খ্রীস্ট ধর্ম রক্ষার জন্য।
হিন্দুরা মারবে শ্রেষ্ঠ হিন্দু ধর্ম রক্ষার জন্য।
ইহুদীরা মারবে তাদের শ্রেষ্ঠ ধর্ম রক্ষার জন্য।
বৌদ্ধরা মারবে শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্ম রক্ষার জন্য।
তুমি যদি হিন্দু হও
তাহলে তোমাকে মারবে মুসলমানরা।
মারবে তাদেের শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে রক্ষা করতে।
তোমাকে মারবে খ্রীস্টান, ইহুদী, বৌদ্ধরা।
তোমাকে মারবে একই কারণে-
তাদের নিজেদের শ্রেষ্ঠ ধর্ম রক্ষার জন্য।
তুমি যদি খ্রিস্টান হও
তাহলে তোমাকে মারবে অন্য ধর্মের লোকেরা।
এভাবে তুমি বৌদ্ধ হলে-
তোমাকে মারবে অন্যেরা।
তুমি ইহুদী হলে-
তুমি মরবে অন্যদের হাতে এভাবেই।
আর তোমাকে মারা হবে পবিত্র ধর্ম রক্ষার জন্য।
তোমাকে মারা হবে- বাইবেল রক্ষা করার জন্য,
তোমাকে মারা হবে- কোরআন রক্ষার জন্য,
তোমাকে মারা হবে- বেদ, ভগবত গীতা রক্ষার জন্য,
তোমাকে মারা হবে- ইঞ্জিল রক্ষার জন্য,
তোমাকে মারা হবে- বৌদ্ধের বাণী রক্ষার জন্য।
আর তুমি যদি বুকে ধারণ কর পবিত্রতা,
যদি তুমি বিশ্বাস কর মানবতা,
যদি মননে ধারণ কর প্রগতি, যুক্তি আর বিজ্ঞানকে,
তুমি নিশ্চিত থেকো
সকল ধর্মের সেই সব লোকেরা একসাথে মেরে ফেলবে তোমায়।
তখন তোমার জন্য ওরা বিভেদ ভুলে এক হয়ে যাবে।
তখন শ্মশান-গোরস্থান-সেমিট্রি-সমাধিস্থল এক হয়ে যাবে,
তখন মসজিদ- মন্দির- গীর্জা-প্যাগোডা-উপাসনালয় এক হয়ে যাবে,
তখন কোরআন-বেদ-বাইবেল-ইঞ্জিল-গ্রন্থ সাহেব এক হয়ে তোমার বিরুদ্ধে দাড়াবে।
তোমাকে হত্যা করবে।
তোমাকে কুপিয়ে মারবে নৃশংসভাবে,
তোমাকে মেরে ফেলবে বিষ খাইয়ে,
না হয় পুড়িয়ে মেরে ফেলবে তোমায়।
আর তুমি যদি নারী নও
তাহলে তোমাকে মারা হবে আরো নৃশংসভাবে।
যেমন মেরে ফেলেছে ওরা ঈশ্বরেরই সৃষ্টি
সক্রেটিসকে বিষ পান করিয়ে,
যেমন মেরে ফেলেছে জোয়ান অব আর্ককে আগুনে পুড়িয়ে,
যেমন মেরে ফেলেছে আলেকজান্দ্রিয়ার হাইপেশিয়াকে,
টুকরো টুকরো করে কেটে, বিবস্র করে।
যেমন মেরে চলছে আজো
ফিলিস্তিন, সিরিয়া, ভারত, মায়ানমার, পাকিস্থান, বাংলাদেশেসহ অনেক জায়গায়---সবখানে সব জায়গায়।
আর তোমাকে হত্যা করবে সেই সব অমানুষেরা
যারা ঈশ্বর, ভগবান, আল্লাহ, বৌদ্ধ, সৃষ্টিকর্তার কাছ থেকে
মানুষ মারার স্বঘোষিত ঠিকাদারী নিয়ে এসেছে।
অথচ কোরআন, বেদ, বাইবেল, ইঞ্জিল নাজিল হয়েছে
মানুষকে রক্ষার জন্য- মানুষের জন্য।
অথচ পবিত্র এ সকল গ্রন্থেই লেখা আছে মানবতা, মুক্তির বার্তা,
বলা হয়েছে নর হত্যা মহাপাপ।
বলা হয়েছে শান্তির জন্য ধর্ম।
আসলে এই পাপিষ্ঠদের কোন ধর্ম নেই।
এদের দুচোখে শুধু বিকৃত লোভ-
অর্থের লোভ,
'শর্টকাট' ভ্রান্ত মিথ্যা পথে স্বর্গ বা বেহেস্তে যাওয়ার লোভ,
শত শত অপ্সরা, হুরপরী সম্ভোগের লোভ।
এরা লোভী হিংস্র শ্বাপদ।
আমি ঘৃণা করি,
আমি ঘৃণা করি
এথেন্সের সেই সব নরাধমদেরকে,
যারা হত্যা করেছিল জ্ঞান তাপস সক্রেটিসকে।
আমি ঘৃণা করি আলেকজান্দ্রিয়ার সেই আর্চ বিশপ সিরিলকে,
যে হত্যা করেছিল বিদূষী হাইপেশিয়াকে।
আমি ঘৃণা করি নাথুরাম বিনায়ক গর্ডসকে,
যে হত্যা করেছিল মহাত্মা গান্ধীকে।
আমি ঘৃণা করি '৭১-এর সেই সব ঘৃণ্য অমানুষদের,
যারা ধর্ম রক্ষার দোহাই দিয়ে মেরে ফেলেছে অগণিত বাঙালীকে।
আমি ঘৃণা করি সেই সব নরপশুদের
যারা গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলে মানুষকে,
মেরে ফেলে মুক্তমনা হুমায়ূন আজাদ,অভিজিৎ রায়সহ প্রগতিশীল মানুষকে আজও।
হে আল্লাহ
হে ঈশ্বর
হে ভগবান
হে গড,
আমি তোমাকে স্বাক্ষী রেখে বলছি
আমি ওদের ঘৃণা করি, ঘৃণা করি এবং ঘৃণা করি।
তোমাকে বিশ্বাস করি বলেই
আমি ওদের ঘৃণা করি।
---------------------------------------------
( ১৯ মে, ২০১৬,মিরপুর,ঢাকা)