---------
আমি দেবদাস হতে আসিনি
- জাহিদ হোসেন রনজু।
----------------------------------®
আমি ভালবেসে দেবদাস হতে আসিনি
আমি ভালবেসে তোমাকে পাওয়ার জন্য এসেছি।
আর এ জন্যই,
ভালবাসার জন্য
আমি আসমুদ্র হিমাচল তোমার পিছু পিছু যাবো।
রাস্তার মোড়ে,
ফুচকার দোকানে,
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে,
ফাস্টফুড বা চাইনিজে
তারকাখচিত হোটেলে
তুমি কোথায় যাবে?
বানিজ্য বা বই মেলায়,
বৈশাখী উৎসবে,
সমুদ্র সৈকতে,
পাহাড়ী দূর্গম প্রান্তরে
সুন্দরবনের অরণ্যে
তুমি কোথায় যাবে?
আমি তোমার পিছু পিছু যাবো।
সকালের সূর্যোদয়ে,
দুপুরের রোদ্দুরে
বিকেলের বিষন্নতায়,
রাত্রির একাকিত্বে
আমি তোমার কাছে যাবো।
চন্ডিদাসের মত বড়শি ফেলে বসে থাকবো আমি
তোমার হৃদয় অলিন্দে আজীবন।
তুমি কোথায় যাবে?
কোথায় পালাবে মেয়ে?
আমি তোমার পিছু পিছু যাবো।
আমি ভালবেসে দেবদাস হতে আসিনি।
ভালবাসতে এসেছি
তোমাকে পাওয়ার জন্য এসেছি।
---------------------------------
০৪.০৪.২০১৭, ঢাকা।