আমি আজ সেই নারী
জাহিদ হোসেন রনজু
---------------------------------®
হতে পারে আমার
সুরভিত সুন্দর
অপরূপা
পুষ্পের ন্যায় বাহার,
তবে নই তো আমি
পুষ্পেরই মতন
দৈব অর্ঘ্য
ভোগের উপাচার।
আমি নদীর মতন
সুধা নিয়ে বুকে
চলতে পারি
করে কলতান,
তবে জেনো বুকে
সুনামিরই মতন
জমাট বাধা
শিকল ভাঙার গান।
হতে পারে আমার
ভালবাসায় ভরা
কোকিলকণ্ঠ
বীণানিন্দিত,
তা বলে অন্যায়েও
গাইবো না মধুর গান
হলে আমি
অপমানিত।
হতে পারি আমি
রয়েছি পশ্চাতে
পুরুষ স্বার্থে
বহুকাল ধরে,
তা বলে ভেবো না
আজও পড়ে থাকবো
বেড়ী পায়ে
অন্ধকার ঘরে।
প্রাকৃতিক নিয়মে
সৃষ্টির প্রয়োজনে
মানুষ এক নর
আরেক জন নারী,
সম অধিকারে
এই ধরিত্রী সবার
নরের আলয়,
আমারও বাড়ি।
আমি আজ সেই নারী,
যুগে যুগে বহু বাধা ডিঙিয়ে আজ নীলাকাশ ছুঁতে পারি।
-------------------------------------------
৮ মার্চ ২০২১, মিরপুর, ঢাকা