""""""""""
আমায় নিতে পারো
জাহিদ হোসেন রনজু
--------------------------------®
যদি তোমার মনে
আশার প্রদীপ জ্বলে-
তুমি পা বাড়াতে পারো।
পা বাড়ালে
তুমি যদি পথের দিশা পাও-
পথে নামতে পারো।
পথের মাঝে
তুমি যদি সঙ্গী পেতে চাও-
আমায় নিতে পারো।
আমার মাঝে
তুমি যদি স্বপ্ন খুঁজে পাও-
স্বপ্ন দেখতে পারো।
স্বপ্ন যদি
ভালবাসা চায়-
ভালবেসে আমায় কাছে নিও।
--------------------------------------
০৩ সেপ্টেম্বর,২০১৭, ফুলবাড়িগেট, খুলনা।