আমার মনে ছিল না

জাহিদ হোসেন রনজু
-------------------------------------®

কোন প্রয়োজন ছিল না
আমার জীবনে তোমার নদী হয়ে আসার
বেশ তো ভালই ছিলাম আমি
টইটুম্বুর জলস্রোত নয়, তবে
ধীর লয়ে বয়ে চলা শান্ত সুশীতল জলস্রোতের মতন

কোন প্রয়োজন ছিল না
আমার আকাশে তোমার পূর্ণিমার চাঁদ হয়ে আসার
আমি তো ভালই ছিলাম
মাটির প্রদীপের মৃদু স্নিগ্ধ পূর্ণিমায়

কোন প্রয়োজন ছিল না
আমার বাগানে প্রস্ফুটিত গোলাপের পাঁপড়ি মেলে ধরার
শিউলি, হাস্নাহেনা, রজনীগন্ধা নিয়ে
আমি তো বেশ ছিলাম।

তবু তুমি এলে,
নদী হলে
ঊর্মি উত্তাল তরঙ্গে তরঙ্গে ভাসালে আমায়

তুমি এলে
শরৎ শুভ্র পূর্ণ শশী সৌদামিনী হয়ে এলে
আমায় হাসালে
জ্যোৎস্নার আদরে জড়ালে আমার হৃদয়

তুমি এলে
প্রস্ফুটিত গোলাপ হয়ে
ভালবাসার পাপড়ি মেলে দিলে
হৃদয়টাকে তোমার করে আমায় কেড়ে নিলে

রোদসী,
আমার মনে ছিল না
নদীও শুকিয়ে যায় মরু রুক্ষতায়
অমানিশার কালো রাতে জ্যোৎস্না শশীও হারায়
প্রস্ফুটিত গোলাপও ঝরে যায় একদিন কোন এক ভোরে

-------------------------------------------
১৯ নভেম্বর ২০১৮, ফুলবাড়িগেইট, খুলনা