""""""""
আমার কবিতা
জাহিদ হোসেন রনজু।
--------------------------------------------®
আমার কবিতাগুলো কেমন জানি
চাঁদ
জ্যোৎস্না
গোলাপ ফুল
ফুলের বাগান
ফুটফুটে রাত দেখে
তবু এতটুকু নড়াচড়া করে না
মুক ও বধিরের মত চেয়ে থাকে উদাসভাবে
অথচ তোমাকে দেখতে পেলেই জেগে উঠে-
তখন সে গোলাপ হাতে নেয়
মালা গাঁথে
ফুলের বাগানে ভ্রমর হয়ে ঘুরে বেড়ায়
তোমার মুখে চাঁদকে খুঁজে পায়
জ্যোৎস্নায় ঘুরে তোমাকে নিয়ে এখানে ওখানে
রাতভর 'শায়ের' হয়ে ঝরে পড়তে থাকে অঝোর ধারায়
আমার কবিতাগুলো কেমন জানি
শুধু তোমার জন্য অপেক্ষায় থাকে
--------------------------------------------
১৮ আগস্ট,২০১৭, ঢাকা।