আমার জন্য

জাহিদ হোসেন রনজু।
------------------------------------®

জ্যোৎস্নার রাত কিনবো
পূর্ণিমার চাঁদ কিনবো
গোধুলির আলো কিনবো
শিশির সিক্ত ভোর কিনবো
তোমার জন্য-

হিমালয়ের চূড়ায় উঠবো
ইংলিশ চ্যানেল সাঁতরে যাবো
তাজমহলটা তুলে আনবো
তোমার জন্য-

উড়ে যাওয়া হংস বলাকার মালা আনবো
নক্ষত্রের টিকলি বানাবো
শুকতাঁরার দুল গড়াবো
সদ্য উঠা টকটকে লাল সূর্যটাকে টিপ বানাবো
সাতটি রঙের রামধনু দিয়ে চুঁড়ি গড়াবো
জোনাকীর ঝিলমিলে রাত পোষাক আনবো আঁধার থেকে
তোমার জন্য-

তানসেনের গান শোনাবো
রবি শংকরের সেতার বাজাবো
ওমর খৈয়ামের কবিতার সত্ব কিনবো
তোমার জন্য-

তোমার জন্য ভালবাসার চাদর বিছাবো স্বপ্ন কিনে।

বিনিময়ে তোমার একটু ভালবাসা
তোমার হৃদয়-
চাইবো শুধু আমার জন্য-

দেবে কিগো?

---------------------------------------------
( ১৬ মে, ২০১৬, মিরপুর, ঢাকা )