আমার যাওয়া হলো না

জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------®

আমি যখনই ভাবি পথ পেরুবো,
তোমার কাছে যাবো।
তখনই-
অমাবস্যার রাত,
কৃষ্ণ কালো ঘন মেঘের আঁধার,
কাল বৈশাখি ঝড়,
সাইক্লোন, বন্যা, খরা, দুর্বিপাক;
আমার পিছু পিছু আসে।

আমি যখনই ভাবি পথ পেরুবো,
তোমার কাছে যাবো।
তখনই-
স্বৈরাচারী সেনা শাসকের কার্ফু,
১৪৪ ধারা,
যৌক্তিক অযৌক্তিক হরতাল, ধর্মঘট, অবরোধ
আমার পিছু পিছু আসে।

আমি বেরুতে পারি না।
আর যাওয়া হয় না তোমার কাছে।

তাই
ভালবাসা হলো না তোমায়।
আমার যাওয়া হলো না তোমার কাছে এ জীবনে আর।

--------------------------------------------
( ২১ মে, ২০১৬, ফুলবাড়িগেট, খুলনা)