আমার এখন
জাহিদ হোসেন রনজু।
-------------------------------------------®
তোমার কিগো দুঃখ আছে পাহাড় সমান?
শ্রাবণ ঘন বৃষ্টি আছে তোমার চোখে?
তোমার কিগো দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায়?
কষ্টগুলো নানান রঙের ঘুড়ি হয়ে উড়ে বেড়ায়?
নাই তো এসব তোমার কিছু।
আমার আছে----------তোমার দেয়া।
তোমার দেয়া এসব নিয়েই
আমার এখন জীবন-যাপন।
--------------------------------------
(১২ সেপ্টেম্বর, ২০১৬, ফুলবাড়িগেট,ঢাকা।