""""""
আমাকে ভালবেসে
জাহিদ হোসেন রনজু।
-----------------------------------------------®

তুমি হাসো-
প্রস্ফুটিত গোলাপের মতো হাসো।

তুমি হাসো-
পূর্ণিমার চাঁদের মতো,
ভোরের শিশিরে পড়া রৌদ্রের মতো হাসো।

তুমি হাসো-
গোধূলি আকাশের বর্ণালী আলোর মতো হাসো,
ভোরের প্রথম সূর্যোদয়ের মতো তুমি হাসো।

তুমি হাসো-
খাঁচা থেকে মুক্তো হওয়া এক ঝাঁক বলাকার মতো,
বাধ ভাঙা সুললিত ঝর্ণার মতো হাসো।

তুমি হাসো-
কনকনে শীতে একটু রোদ্দুর ছুঁতে পারা কিশোরীর মতো হাসো,
বাসর রাতের শেষে তৃপ্ত লাজ রাঙা নববধুর মতো হাসো।

তুমি হাসো-
আমাকে ভালবেসে এমন করে এমন ভাবেই হাসো।।
-----------------------------------------------
১ ডিসেম্বর'২০১৭, মিরপুর, ঢকা।