""''''"""""''
আলো আধাঁরের মেয়ে
জাহিদ হোসেন রনজু
------------------------------------------®
আবছা আঁধার আবছা আলোয়
বসে দূরে কে যে,
বাজায় বাঁশি দিবানিশি
উঠছে শুধুই বেজে।
'নিরো'র নাকি শ্যামের বাঁশি
বুঝতে পারি না যে,
তবু সে সুর নিত্য রোজই
মনের মাঝে বাজে।
জীবন নাকি মরণ পানে
চায় সে নিতে ডেকে,
নাকি সেজন খেলছে বসে
শুধুই দূরে থেকে।
কি যেন এক ঘোরের মাঝে
রাখছে আমায় সে যে,
ডাকছে আবার আড়াল থেকে
ঘোমটা পড়ে সেজে।
থাকলে বসে আঁধার আলোয়
বাজলে বাঁশি দূরে,
মনে আমার দ্বন্দ জাগে
অজানা সেই সুরে।
ঘোর কেটে যাক, আসুক আজি
আড়ালটাকে ছেড়ে,
দিক না এসে ভালবেসে
হৃদয়টাকে নেড়ে।
না হয় আসুক বজ্র নিয়ে
চিতায় দিতে আগুন,
ডুবুক শশি, ফুল ও পাখি
হারিয়ে যাক ফাগুন।
আসুক না হয় ভালবাসার
পার্বতীটা হয়ে
না হয় আসুক হয়ে সে যে
চন্দ্রমূখী মেয়ে।
আসুক না হয় পার্বতী সে
প্রেমের ডালা হাতে,
না হয় নাচুক চন্দ্রমূখীর
নূপুর পায়ে রাতে।।
আসুক তবু, আসুক ঝড়ই
না হয় ভালবাসা,
আঁধার আলোর মেয়ের কাছে
এতটুকুই আশা।
-----------------------------------------
০১ আগষ্ট,২০১৭, মিরপুর, ঢাকা।