একগুচ্ছ 'হাইকু'
জাহিদ হোসেন রনজু
-----------------®
(১)
আজ ঘুষ তো
নন্দিত উপার্জন
সুখ নয় তো।
(২)
ভাঙছে আশ
সম্পর্ক ভালবাসা
ঘুণের চাষ।
(৩)
টাকাপয়সা
আজকে নিয়ামক
ভাল ঝাপসা।
(৪)
অন্যায় করা
শক্তির দর্প আজ
আখেরে মরা।
(৫)
চাটুকারিতা
শিল্পিত কারুকাজ
বারবনিতা।
--------------------
১৯ জুলাই' ১৮, ঢাকা।