আজকাল
জাহিদ হোসেন রনজু
----------------------®
আজকাল ধর্ষণ
হচ্ছে যে কম জন।
রাগছেন?
তেড়ে ফুঁড়ে আসছেন?
মারবেন?
মেরে ঠ্যাং ভাঙ্গবেন?
ভাবছেন
ব্যাটা গাঁজা খাচ্ছেন।
কী সব বকছেন
আজেবাজে বলছেন।
মারবেন, মারবেন
মারতে তো পারবেন।
মারার আগে ভাববেন
তারপর মারবেন।
ঘুরে আসুন একবার
ইন্টারনেটের চারধার
দেখবেন,
শিহরে উঠবেন
কত ছবি ভাসছে
ডাকছে
আয় রে, আয় রে
কোন কষ্ট নাই রে
লাগে না কাস্তে
শুধু একটা চাপ দে।
চটছেন?
নাকি এবার বুঝছেন
বলতে কী চাইছি?
ভুল নাহি বলছি।
ভাল করে দেখবেন
তাহলেই বুঝবেন
ইচ্ছেতেই হচ্ছে
আপসেই চলছে
সব কিছু আজ যে
কমছে তাই যে
জোর করে ধর্ষণ।
-এই হলো দর্শন।
নয় এটা মন্দ
নষ্টের গন্ধ
এতে আজ নেই তো ।
নেই আর সেই তো-
নিদারুণ কষ্ট
অপবাদ-ভ্রষ্ট।
আনন্দ শয্যা
নেই তাই লজ্জা।
------------------------------
৬ নভেম্বর' ২০১৯, মিরপুর, ঢাকা